হুগলি জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ডাকে চুঁচুড়ায় মহা মিছিল

0214563

c.-2

শুভদীপ দে, হুগলি: বিজেপি সরকারের কৃষকদের প্রতি বিভিন্ন রকম অনৈতিক জনবিরোধী নীতি ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিবাদে হুগলি জেলার ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মহা মিছিল।

এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক ডাক্তার করবী মান্না, বিধায়ক অরিন্দম গুঁইন, বিধায়ক তপন দাশগুপ্ত,  বিধায়ক অসিত মজুমদার সহ উত্তরপাড়ার পৌর প্রশাসক দিলীপ যাদব, রুনা খাতুন, শিল্পি চ্যাটার্জী, সুবীর মুখার্জি রামেন্দু সিংহ রায় হুগলি জেলা পরিষদের সভাপতি মেহেবুব রহমান এবং জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ ও কর্মীবৃন্দ এই মহা মিছিলে অংশ নেন।

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

এরপর একটি সভার আয়োজন করা হয় রান্নার গ্যাস ডিজেল-পেট্রোল ও বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল ও পথসভা বলে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

untitled-2-1untitled-1-3untitled-3for-nwsadvt112-for-advt-sankha-senadvt-banner.3latest-advt-of-jotishadvt-3advt-11efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2209419418_1140649856410940_4719109323388593608_ngnc-advt-6x4-for-webadvt-banneradvt-4untitled-1-1

%d bloggers like this: