অভিজিত্ দাস, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপূর নগর নিগমের মহানগরিক পদে শপথ নিলেন ওই নগর নিগমের উপ-মহানগরিক অনিন্দিতা মুখার্জী। আজ দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন সৃজনী হলে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণপ্রসাদ দুর্গাপুর নগর নিগমের প্রথম মহিলা মহানগরিক অনিন্দিতা মুখার্জীকে শপথ বাক্য পাঠ করান।
দুর্গাপুর নগর নিগমে পরপর দু’বারের নির্বাচিত অনিন্দিতা মুখার্জী সদ্য পদত্যাগ করা মহানাগরিক দিলীপ অগস্তী’র স্থলাভিষিক্ত হলেন আজ। অপরদিকে ওই নগর নিগমের ডেপুটি মেয়র হিসাবে শপথ নিলেন অমিতাভ ব্যানার্জী, ওনাকে শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত মেয়র অনিন্দিতা মুখার্জী। মেয়রের পদে শপথ নেওয়ার পর তিনি জানান তাঁর প্রথম লক্ষ দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের মানুষের পাশে থাক এবং তাদের পুর-পরিষেবা প্রদান করা।
এদিকে এদিন দুর্গাপুরে মেয়র পদে অনিন্দিতা মুখার্জী’র শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে রীতিমত আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের।শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।