হুগলির ডানকুনিতে প্রকাশ্য দিবালোকে এটিএম লুটের চেষ্টা, গ্রেফতার ৩

0214563

dankuni-2

নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রকাশ্য দিবালোকে এটিএম  লুটের চেষ্টা হুগলির ডানকুনিতে। উল্লেখ করা যায় ডানকুনি অঞ্চলে এই সমবায় ব্যাঙ্কটির এটিএম ব্যাঙ্কের নীচেই অবস্থিত। আজ সিসিটিভিতে ব্যাঙ্কের অধিকারিকরা দেখতে পান নিচে তাদের এটিএম লুট করার চেষ্টা চলছে, ও দুষ্কৃতীরা কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। এরপর ব্যাঙ্ক কতৃপক্ষ নিচে এসে এটিএমের দরজা বন্ধ করে দিলে এটিএমের বেতরে দুজন দুষ্কৃতী আটকে পড়ে। একজন পালাবার চেষ্টা করলে ব্যাঙ্ক কর্মচারীর তাকে ধরে ফেলে।

পুরো ঘটনার খবর যায় চন্দননগর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত ডানকুনি থানার পুলিশ অফিসাররা অত্যন্ত তৎপর ভাবে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে ব্যাংকের কর্তৃপক্ষ যে যুবককে আটক করে রেখেছিল সেই যুবক সহ আরও দুই যুবক যারা এটিএমের ভেতরে আটকে ছিল তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এই গোটা ঘটনায় ডানকুনি এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ দিনের বেলা এইভাবে এটিএম লুটের চেষ্টা ডানকুনির মতন একটা জনবহুল এলাকায় তা সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। সম্পুর্ন ঘটনার তদন্তে ডানকুনি থানার পুলিশ।

Untitled-1209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHadvt-banner.3advt112-for-advt-sankha-senfor-nwsadvt-1advt-3advt-4ADVT-BANNER

%d bloggers like this: