কলকাতা পুলিশ কমিশনার পদে দময়ন্তী সেন

0214563

D-sen

ডিএমএ: আগামী তিন দিনের জন্য অস্থায়ীভাবে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিচ্ছেন কলকাতা পুলিশের লালবাজারে স্পেশাল কমিশনার-২ ১৯৯৬ ব্যাচ-এর আইপিএস দময়ন্তী সেন। ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বর্তমান পুলিশ কমিশনার সোমেন মিত্র ছুটি নিয়ে চেন্নাই যাচ্ছেন। তার অনুপস্থিতিতে পুলিশ কমিশনারের দায়িত্ব সামলাবেন দময়ন্তী সেন। নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। উল্লেখ করা যায় এই প্রথম কলকাতা পুলিশের কমিশনার পদে বসতে চলেছেন কোনও মহিলা আইপিএস।

untitled-3untitled-2-1untitled-1-3latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-senadvt-banner.3209419418_1140649856410940_4719109323388593608_n1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2gnc-advt-6x4-for-webadvt-1advt-2advt-3advt-4advt-banneruntitled-1-1

%d bloggers like this: