অভিজিত্ দাস, দুর্গাপুর: গতকাল দুর্গাপুর বেনাচিতির স্বপ্নপূরণ সোসাইটির পক্ষ থেকে মোবাইল ও আধার সংযোগ চালু করতে এক পরিষেবা শিবিরের আয়োজন করা হয়, এদিন প্রায় ৩০০ জনের মোবাইল ও আধারের মধ্যে সংযোগসাধন করা হয় এই শিবিরে।
স্বপ্নপূরণ সোসাইটির কর্নধার গৌরাঙ্গ বিশ্বাস বলেন, আগামী কর্মসূচিতে আরো অনেক মানুষের জন্য কাজ করতে চান তাঁরা। তিনি বলেন তাঁরা সারা বছর ধরে নানা সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততার মধ্যেও সরকারের বেশ কিছু কাজে সকল সময়েই আমরা আছি। বেনাচিতির সেন্ট্রাল স্টোর এলাকায় অনুষ্ঠিত হয় এই শিবির।