অভিজিত্ দাস, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্র কলোনীতে বাড়ি বাড়ি জল প্রকল্পের শুভ উদ্বোধন করলেন দুর্গাপুরের পুর নিগমের জল দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র ইন কাউন্সিল দীপঙ্কর লাহা। মূলত দুর্গাপুরের পুর নিগমের জল দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র ইন কাউন্সিল দীপঙ্কর লাহা ও স্থানীয় কাউন্সিলর লাভলী রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ওই এলাকার দীর্ঘ দিনের দাবি বাড়ি বাড়ি জল পরিষেবা সফলতা পেল।
এদিন দীপঙ্কর লাহা মহাশয় ফিতে কেটে শুভ সূচনা করেন এই প্রকল্পের। স্থানীয় কাউন্সিলর লাভলী রায় বলেন দীর্ঘদিন লড়াই করে তাঁরা এই কাজ করারর অনুমতি পেয়েছেন এবং এই এলাকার মানুষদের এই পরিষেবা তাঁরা প্রদান করতে পারলেন। দুর্গাপুরের পুর নিগমের জল দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র ইন কাউন্সিল দীপঙ্কর লাহা বলেন বেশ কিছু কারিগরী সমস্যা থাকার কারণে বেশ কিছুটা দেরি হল এই এলাকায় এই প্রকল্প চালু করতে। তিনি আরও বলেন আমরা অত্যন্ত খুশি এই এলকাকার সকল বাসিন্দাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পেরে।