শুভদীপ দে, হুগলি: বালি নিশ্চিন্দা এলাকা থেকে শ্রীরামপুরের শপিং করতে আসার নাম করে নিখোঁজ হয়ে যান একই পরিবারের দুই গৃহবধূ রিয়া কর্মকার অনন্যা কর্মকার ও সাত বছরের ছেলে অরিন কর্মকার , কয়েকদিন আগে অনেক খোঁজ খবর করে তাদের সন্ধান মিলছিল না শ্রীরামপুর অঞ্চলে তাদের মোবাইল লোকেশন দেখাও কিন্তু এখানে খোঁজ মেলে না দুই গৃহবধূর নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ রিয়া কর্মকারের মোবাইল নাম্বার ট্র্যাক করে, কয়েক দিন পরে নিখোঁজদের খোঁজ মেলে তবুও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের দাবি অপহৃত হননি এই দুই গৃহবধূ স্বইচ্ছায় বাড়ি ছেড়েছেন । শ্রীরামপুরে যে দোকানে যাওয়ার নাম করে তারা বেরিয়ে ছিলেন ওই দোকানে সিসিটিভি ফুটেজ দেখে তাদের কোনো খোঁজ মিলেনি এরপর প্রতিবেশী ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারা যায় কয়েক দিন আগে নিখোঁজদের বাড়িতে আসেন বেশ কয়েকজন নির্মাণকর্মী সেই সময় দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এই দুই মহিলা কয়েকদিন কাজ করে চলে গেলেও এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি তাদের ফোনে যোগাযোগ ছিল তাই তারা শ্রীরামপুর শপিংমলে আসার নাম করে সোজা চলে যান মুর্শিদাবাদে খবর পেয়ে পুলিশ পৌঁছে মুর্শিদাবাদ কিন্তু সেখানে কেউ তাদের পাওয়া যায়নি খবর পাওয়া যায় তারা চলে গেছে মুম্বাইতে এরপরে হাওড়া সিটি পুলিশের একটি দল নিখোঁজদের খুঁজে মুম্বাই। পরিবারের দাবি তারা শিশুটিকে নিজেদের কাছে ফেরত পেতে চান তবে গৃহবধূরা দুজনেই প্রাপ্তবয়স্ক তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন।