নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির পঞ্চম বর্ষ পূর্তিতে হুগলির বৈদ্যবাটির দিল্লি রোডের সংযোগে পালিত হচ্ছে জন সচেতনতা শিবির। এই শিবির থেকে হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিত ভাবে হুগলি জেলায় পথ দুর্ঘটনা এড়াতে, রাস্তাঘাট ও ব্রীজ বাঁচাতে ট্রাকে অতিউরিক্ত মালবহন বন্ধ করতে অর্থাত্ ওভারলোডিং বন্ধ করতে সকলকে সচেতন করে তোলেন। এদিন হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মায়া ফাউন্ডেশনের সহযোগিতায় ট্রাক ড্রাইভার, খালাসী ও পরিবহনের সঙ্গে যুক্ত সকলের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাঁদের এই জনসচেতনতা সপ্তাহ পালনের বিষয়ে হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা সম্পাদক বলেন, সাধারণ মানুষকে পথ নিরপত্তরর বিষয়ে সচেতন করে তুলতে এবং এই জেলায় কোনও গাড়ি ওভারলোড করে মালপত্র বহন করতে পারবে না এবং লাইসেন্স ছাড়া কোন ড্রাইভার গাড়ি চলতে পারবেন না। এছাড়াও সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি আবেদন রাখেন হেলমেট ছাড়া বাইক বা স্কুটার যে কেউ না চালান। তিনি বলেন তাঁদের এই সচেতনতা শিবির আগামী ১০ দিন ধরে চলবে সকলে এই বিষয়গুলিতে সচেতন করে তুলতে।
সংগঠনের সভাপতি দীপক ব্যানার্জী বলেন ওভারলোডিং একটা সামাজিকও ব্যাধি ও অপরাধ, আমরা এই সামাজিক ব্যাধিকে একেবারে বিনষ্ট করতে চাই।তাই আমরা সকল ড্রাইভার, খালাসীকে সকলে এই বিষয়ে সছেতন করে তুলতেই ইডিআই শিবিরের আয়োজন করেছি।এদিন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় যে সকল বাইক আরোহীদের হেলমেট ছাড়াই বাইক বা স্কুটার চলতে দেখা গেল তাঁদের হেলমেট দান করে ও তাদের হাতে গোলাপ ফুল তুলে দিতে দেখা গেল।