নিজস্ব সংবাদদাতা: এই বছর সারা নভেম্বর মাস জুড়ে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ ও রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৯১ এর যৌথ উদ্যোগে এবং ভিসন আর এক্স ল্যাব এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা দান শিবির রোটাভিশনের আয়োজন করা হচ্ছে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় গত ২৬ নভেম্বর, ২০২১ হুগলি জেলার বৈদ্যবাটি চৌমাথা স্পোর্টিং ক্লাবে এই উদ্দেশ্যে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা দান শিবিরের আয়োজন করে রোটারী ক্লাব অফ শ্রীরামপুর ও চৌমাথা স্পোর্টিং ক্লাব। এদিনের শিবিরে মোট ২৮৬ জনের চক্ষু পরীক্ষা করা হয় তার মধ্যে ২২০ জনকে চশমা প্রদান করা হবে বলে জানানো হয়।
উলেক্ষ্য গত ৭ নভেম্বর হুগলির উত্তরপাড়াতেও এই রোটাভিসান শিবিরের আয়োজন করে রোটারী ক্লাব অফ শ্রীরামপুর I উত্তরপাড়া তে ২০৪ জনকে চশমা প্রদান করা হয়।