শুভদীপ দে, হুগলি: অনেকদিন কামারকুন্ডু রেলের ফ্লাইওভার তৈরি হয়েছে গাড়ি যাতায়াতের জন্য। কামারকুন্ডু এলাকায় গ্রামবাসীদের দাবী নিচ দিয়ে সাবওয়ে ও ফুটব্রীজ তৈরি না করে ফ্লাইওভার চালু করা যাবে না। নিচের রাস্তাটি রেল বন্ধ করে দিতে চাইছে ফলে বয়ষ্ক মানুষ ও সাধারণ মানুষদের যাতায়াতের এই রাস্তা বন্ধ করে দিলে দলুইগাছার দিক থেকে ভোলার দিকে যেতে গেলে তাদের ফ্লাইওভার ব্যবহার করতে হবে বয়স্ক মানুষদের কাছে যেটা একটা বড় ধরনের সমস্যা। দুর্ঘটনায় বাড়বে।
এই বিষয়ে কামারকুন্ডুতে এক প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন এলাকার সকল অধিবাসীবৃন্দ।