পশ্চিম বর্ধমানে মহিলা ক্রিকেটার মাহি ঘোষকে সম্বর্ধনা

photo_2021-11-01_22-58-22নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এসে নিঃস্বার্থ ভাবে এই জেলার খেলোয়াড়দের পাশে থাকার বার্তা দিলেন সদ্য জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলা ক্রিকেটার মাহি ঘোষ। ওইদিন তিনি স্থানীয় এবিএল ক্রিকেট  অ্যাকাদেমীর খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন।

এছাড়াও এদিন পশ্চিম বর্ধমান জেলার নানা প্রান্তে মাহি ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হয়।

%d bloggers like this: