নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার রিষড়ার ছায়ানীড় ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল করোনার সময়ে এক রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসনিক প্রধান বিজয় সাগর মিশ্র সহ ওই পৌরসভার ২১ ও ২৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটরদ্বয় মনোজ গোস্বামী ও সন্ধ্যা দাস ও ওই পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর অভিজিত্ দাস সহ ছায়ানীড় ক্লাবের সভাপতি তরুণ কুণ্ডু, সম্পাদক দিলীপ কুমার দে, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চিত্তরঞ্জন ন্যাশানল মেডিক্যাল কলেগের সহায়তায় এই শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্ত দান করেন।