নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার রিষড়ার পশ্চিমপাড়ের সুভাষনগর আদি দুর্গাপূজা কমিটির পরিচালনায় এবং রিষড়া পৌরসভার সহযোগিতায় গত ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল এলাকার বিশিষ্ট সমাজসেবী বীরেশ্বর শীলের স্মরণে কোভিড-১৯ এর টিকাকরণ শিবির। শিবিরে প্রায় ৩০০ মানুষকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসনিক প্রধান বিজয় সাগর মিশ্র সহ ওই পৌরসভার ২১ ও ২৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটরদ্বয় মনোজ গোস্বামী ও সন্ধ্যা দাস এবং রিষড়া পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী, সুভাষনগর আদি দুর্গাপূজা কমিটির পক্ষে কমল শীল, শিশির সেন, ধীমান নাগ ও আরও অনেকে।
এই শিবিরে স্ব-স্ত্রীক উপস্থিত হয়ে করোনার টিকা গ্রহণ করেন প্রেসিডেন্সি রেঞ্জের সহ কমিশনার দেবাশীষ নন্দী। রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসনিক প্রধান বিজয় সাগর মিশ্র বলেন তাঁদের পৌর এলাকায় ইতিমধ্যেই এক লাখ কুড়ি হাজারের বেশি মানুষকে ভ্যাক্সিন প্রদান করা হয়েছে এর সঙ্গে সঙ্গে তিনি বলেন তাঁত পৌরসভার পক্ষ থেকে এই এলাকার সকল ক্লাব গুলিকে আবেদন রেখেছেন তাঁদের সকল সদস্যরা যেন করোনা প্রতিরোধে ভ্যাক্সিন গ্রহণ করেন।