আপনাদের জীবনের নানা ঘটনা নানা বাধা বিপত্তি এসব রুখতে জ্যোতিষ সমাধান, জানাচ্ছেন জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী
গ্রহরাজ শনিদেবের কুপ্রভাব বা হাত থেকে মুক্তি কি করবেন কী টোটকা করবেন?
শাশ্ত্রে বলছে ছায়ায়া গর্ভশম্ভুতং বন্ধ্যেভক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম অর্থাৎ শনিদেব হলেন ছায়ার সন্তান এবং সূর্যদেবের স্ত্রী সেইজন্য যদি নিজের ছায়াটা শনিদেবকে দান করা যায় তাহলে আপনি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবার প্রশ্ন হল কীভাবে করবেন প্রতি পাঁচটি শনিবার একটা কঁসার পাত্রে একটাকার কয়েন এবং একটু সরষের তেল এবং নিজের মুখটি দর্শন কোন শনি মন্দিরে কাঁসার পাত্র সমেত একটাকার কয়েন এবং সরষের তেল দান করে দিতে হবে প্রতি পাঁচটি শনিবার যদি করা যায় তাহলে এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং যাদের শনিদেব জন্মছকে পীড়িত বা শনিদেবের সাড়েসাতি বা শনিদেবের ঢাইয়া চলছে বা কন্টক শনি চলছে তারা করতে পারেন শনিদেবের পৌনেতি চলছে তারা করতে পারেন এছাড়া প্রতি শনিবার কোন দঃস্থ ব্যক্তি বা গ্রহবিপ্র বা ব্রাহ্মনকে কালো তিল এবং সরষের তেল বা নদীতে ভাসিয়ে দিতে পারেন লোহা দান করতে পারেন।
চন্দ্রের কুপ্রভাব থেকে বাঁচতে কী করবেন?
প্রতি সোমবার চাল,দুধ কোন শিব মন্দিরে দান করবেন প্রতি সোমবার শিবের পুজো করবেন এই মন্ত্রে ওঁ নমঃ শিবায় শান্তায় কারনেত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তংগতি পরমেশ্বর ওঁ নমঃ শিবায় সর্বমঙ্গল্যা মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে সরন্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে। ওঁ ত্রম্বক্যং যাযামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধ্যনা মৃত্যুমুক্সিয়া মা মৃতাত। ওঁ জুং স পালায় পালায় স জুং ওঁ নমঃ ওঁ তৎপুরুষায় বিদ্মহে বেদমহীমহাদেবায় তন্নরুদ্রপ্রচ্যোদ্যোয়াত। এবং শিবকে পঞ্চামৃতে স্নান করাবেন দুধ,দই,ঘি,মধু,চিনি,গঙ্গাজল সহকারে স্নান করাবেন প্রতি সোমবার এবং মাখন,মিছরি দেবেন প্রতি সোমবার।