ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা আসানসোলে

asansol-5নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:  মআজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কল্যাণপুর শুভম ম্যারেজ হলে জেলা আইএনটিটিইউসি প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক এর তত্ত্বাবধানে ট্রেড ইউনিয়নের সকল শাখার সদস্যদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য ট্রেড ইউনিয়ন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ববর্গ।

ছিলেন আইন মন্ত্রি মলয় ঘটক,  জেলার তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিধানচন্দ্র উপাধ্যায়,  জেলার চেয়ারম্যান কুলটি প্রাক্তন বিধায়ক মাননীয় উজ্জ্বল চাটার্জী,  ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি  অভিজিৎ ঘটক,  ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তী,  জেলা ট্রেড ইউনিয়ন প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পারিয়াল,  রাজ্য কোর কমিটির ট্রেড ইন্ডিয়ান সদস্য প্রভাত চ্যাটার্জি,  পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,  জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেলা সভাপতি কেশব চন্দ্র ব্যানার্জী,  জেলা সেক্রেটারি অভিজিৎ দাস,  সহ সভাপতি রাজীব ভট্টাচার্য,  দুর্গাপুরের এমএম আই,সি’ জনপ্রিয় জননেতা দীপঙ্কর লাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে ট্রেড ইউনিয়নে একটি দলে একটি সংগঠনিক ইউনিয়ন কার্যকরী হবে,  একই দলে ভিন্ন সংগঠন থাকা চলবে না।

LATEST ADVT OF JOTISHadvt112-for-advt-sankha-sen149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1advt-3advt-4advt-5209419418_1140649856410940_4719109323388593608_n

%d bloggers like this: