নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: “বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন/এক হউক, এক হউক, এক হউক হে ভগবান”। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই ভাবেই গর্জে উঠেছিলেন কবিগুরু। পালিত হয়েছিল মৈত্রীর রাখীবন্ধন উত্সব তত্কালীন সারা বাংলা জুড়ে। সেই থেকে আজও সমান তালে পালিত হয়ে চলেছে পবিত্র রাখীবন্ধন উত্সব। গতকাল সারা পশ্চিমবঙ্গ জুড়েই পালন করা হল পবিত্র রাখীবন্ধন উত্সব। বাংলার রূপকার প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও পালিত হয় এই দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এদিন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন (আইএনটিটিইউসি)পশ্চিম বর্ধমান শাখা এবং দুর্গাপুর আকাশতরী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি সকলকে ও উপস্থিত অতিথিদের রাখী পরিয়ে মৈত্রী ও সম্প্রীতির বার্তা দিলেন আয়োজকরা।
উপস্হিত ছিলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জ্জী, প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেলা প্রেসিডেন্ট কেশবচন্দ্র ব্যানার্জ্জী, হিউম্যান রাইটসের সম্পাদক সূর্য তালুকদার, কবি স্নেহাশিষ মুখার্জ্জী, আন্তরিক পত্রিকার সম্পাদিকা কবি অন্তরা সিংহরায়, শিল্পী সোমনাথ ব্যানার্জ্জী, শিল্পী মানস মুখার্জ্জী, নৃত্যশিল্পী মৈত্রেয়ী দও, বৈদ্যনাথ সরকার প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেলা সেক্রেটারী অভিজিৎ দাস ও ভাইস প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গাপুরের মানুষকে প্রীতি ও শুভেচ্ছা জানান। বিশ্বকবির গানের সুরে সুর মিলিয়ে কবি সাহিত্যিক, শিল্পী, পুলিশ সহ সাধারণ নাগরিক একাত্ম হয়ে ওঠে এই রাখীবন্ধন উৎসবে।