লাগে টাকা দেবে আই সার্ভ

app

রাজকুমার দাস: বর্তমানে মানুষ খুবই ভয়ে ভয়ে দিন যাপন করছে। অতিমারীর ভয় এখনো সকলের মনে আতঙ্কের একটা প্রভাব বিস্তার করেছে। মানুষের কাছে চিন্তার যেন শেষ নেই।একই ছাদের তলায় মানুষের যেকোনো প্রয়োজনে টাকার সাপোর্ট করতে লোন নিতে চাইলে এখন আর চিন্তা করতে হবে না। হাতের মুঠোয় চলমান যন্ত্রটিতে অর্থাৎ মোবাইলের একটি ক্লিক করে অ্যাপ ডাউনলোড করলেই পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনীয় লোন। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে আর্থিক লোনের সুবিধার জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল “আই সার্ভ ফিনান্সিয়াল” নামক মোবাইল অ্যাপ। যার ডাউনলোড করলে  মানুষের যেকোন প্রয়োজনে টাকা লোন নিতে পারবে। পাশাপাশি এখান থেকে রোজগারও করা যাবে। যেকোনো হোম লোন, গাড়ি লোন, ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন, সম্পত্তি বন্ধক রেখে লোন কিংবা ব্যাক্তিগত লোন নিতে পারে অনায়াসে। সংস্থার ডিরেক্টর শ্রী দীপক সামন্ত, এবং কনফারেন্স প্ল্যানারের সি ই ও তথা আই সার্ভ ফিনান্সিয়াল প্রাঃ লিঃ এর ব্যাবসায়িক সহযোগী শ্রী ললিত শর্মা জানান দশ হাজার থেকে বেশ কয়েক কোটি টাকা মানুষ এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর অ্যাপের মাধ্যমে লোন নিয়ে উপকৃত হবে এবং মানুষের সুরাহা হবে।

LATEST ADVT OF JOTISHadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5ADVT-BANNER209419418_1140649856410940_4719109323388593608_nUntitled-1

 

%d bloggers like this: