নিজস্ব সংবাদদাতা: ৭৫ তম স্বাধীনতা দিবসকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে পালন করল ন্যাশনাল হিউম্যান রাইটস সিটিজেন অফ ইন্ডিয়া, তাঁদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সুভাষপল্লীর অফিসে। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান আশীষ কুমার ভট্টাচার্য, ভাইস-চেয়ারম্যান শিখা চ্যাটার্জি, কবি লেখক অভিজিৎ দাস, অমৃতা বোস , রাজীব ভট্টাচার্য, শিপ্রা মন্ডল প্রমুখ।
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় ভাইস-চেয়ারম্যান শিখা চ্যাটার্জি দেশাত্মবোধক গান গেয়ে শোনান,, কবিতা পাঠ করেন সংগঠনের অন্যতম প্রধান সদস্য কবি অভিজিৎ দাস। চকলেট, লাড্ডু বিতরণ করা হয়, অতিমারী আবহে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে কোভিড সচেতনতা বৃদ্ধি, সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করার প্রচেষ্টায় সদস্যদের মনোবল বৃদ্ধির উপর জোর দেন।
সবসময় মানুষের সুবিধা, অসুবিধায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন জনসেবক অভিজিৎ দাস।