নিজস্ব সংবাদদাতা: হুগলী চুচুঁড়া বইমেলা কমিটি শুধু বইমেলা আর ছাত্র মেধাবৃত্তি দেওয়া নয়, সমাজসেবা, করোনায় চিকিৎসা পরিষেবার জন্য কিছু চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হলো। আবার এই সরঞ্জাম দেওয়া হলো যারা নিজের জীবনকে তুচ্ছ করে করোনা রোগীদের পাশে দাঁড়িয়ে তাঁদের বাঁচিয়ে তোলার রসদ যুগিয়েছিলেন। সরঞ্জামের মধ্যে স্যানিটাইজার মেসিন, ব্লাড প্রেসার মেসিন, ফ্রিংগার পালস্ মেসিন উল্লেখযোগ্য। এছাড়া বইমেলা কমিটির সাধারন সভাও অনুষ্ঠিত হলো। ১৬ জন সদস্যের হাতে শোক প্রস্তাব তুলে দেওয়ার সাথে আসন্ন বইমেলা রূপরেখা বিশদভাবে আলোচিত হয়। সভায় বইমেলা কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী নরেন দে, কার্যকরী সভাপতি অক্ষয়কুমার আঢ্য, বিজয় মুখার্জী, গোপাল চাকী সহ বিশিষ্ট জনেরা উপস্হিত ছিলেন।