কেতু গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে কি করবেন? 
কেতু গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে কী করবেন সেই নিয়ে আলোচনা করছি করনীয় কাক যখন তার বাসা করার যখন কুটি নিয়ে মুখে করে যায় সেই কুঠি যদি মাটিতে পড়ে যায় তখন সেই কুঠি যদি সাদা সুতোয় শনিবার বা মঙ্গলবার ধারন করা যায় বা কাকের বাসা থেকে সেই কুঠি বা কুটি সংগ্রহ করে ধারন করা যায় তাহলে প্রভূত উন্নতি হয় এছাড়াও যদি রুপোর আংটি কড়ে আঙুল বা কনিষ্ঠা আঙুলে ধারন করা যায় তাহলেও শুভ ফল পাওয়া যায়।এবং দিনের প্রথমে রান্না করা গরম ভাতটা যদি কাকের উদ্দেশ্যে প্রদান করা যায় তাহলেও কেতু গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি মেলে এবং কালো এবং ধূসর কুকুরকে,বিড়ালকে, কাককে সেবা করবেন বিস্কুট দেবেন মিষ্টি বিস্কুট দেবেন এছাড়াও বাঁ কানে পুরুষেরা দূল পরতে পারেন সোনা বা রুপোর। দুঃস্থ ভিক্ষুককে সেবা করবেন।