নিজস্ব সংবাদদাতা: পরিবেশ রক্ষায় উদ্ভিদের প্রয়োজন কতটা সেটা উপলব্ধি করেই গাছ বাঁচানোর সঙ্গে পৃথিবীর বুকে বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহকে সাবলীল করতে এবং আমাদের ক্রমশঃ রুক্ষ হয়ে ওঠা খয়িষ্ণু সমাজকে সবুজ করে গড়ে তোলার লক্ষে পথ চলা শুরু করেছিল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড নামক স্বেচ্ছাসেবী সংগঠন, যে সংগঠন আজ সারা রাজ্যে তাঁর শাখা-প্রশাখা বিস্তার করে সমাজের সেবায় কাজ করে চলেছে।
এই সংগঠন বিগত কয়েকমাস যাবৎ সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে গাছ শীর্ষক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণের হাতে তুলে দিচ্ছেন গাছের চারা, সমাজকে সবুজ করার লক্ষে। এমনই এক কর্মসূচী গ্রহণ করতে দেখা গেলো হুগলি জেলার ডানকুনি পালপাড়া ও চন্দননগর হাটখোলা গরপাড়াতে। এই দুই জায়গায় সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে ২০০ টি করে মোট ৪০০ টি গাছের চারা সাধারণের হাতে তুলে দেওয়া হয়।
এই দুয়ারে গাছ কর্মসূচির মধ্য দিয়ে ইতিমধ্যেই সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ও তাঁদের মহিলা শাখা প্রায় কয়েক হাজার গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন বলে জানান এই সংগঠনের অন্যতম সবুজ সৈনিক শেখ মাবুদ আলী, তিনি বলেন তাঁদের স্লোগান, গাছ লাগাবেন আপনি, চারা দেবো আমরা। বর্তমান সময়ে আমাদের সকলের পরম বন্ধু যে গাছ এই সারমর্ম সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর সদস্যরা তাঁদের দুয়ারে গাছ কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে বুঝিয়ে তুলতে আজ সক্ষম একথা বলাই যায়।