বণ্যা দূর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ

amta-3অভিজিৎ হাজরা,আমতা,হাওড়া: সাম্প্রতিক প্রবল বর্ষণে ও ডি.ভি.সি-র ছাড়া জলে হাওড়া জেলার উদয়নারায়ণপুর, আমতা-১ , আমতা-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি প্লাবিত হয়। বাস্তুভিটা, ক্ষেতজমি, যোগাযোগের রাস্তা সবই জলের তলায়। জল কমতে শুরু করলেও পরিস্থিতি স্বাভাবিক হয় নি। মানুষ জন প্রায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। বিশেষ করে অসুবিধায় পড়েছে শিশুরা।

এই অবস্থায় আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি স্পোটিং ক্লাব, কলসডিহি কালিমাতা ক্লাব, মধ্য জয়পুর নেতাজি সংঘ, জয়পুর উত্তর বেড় বাঁধ সত্য পীর তলা এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয় দূর্গতদের মধ্যে। কলসডিহি, মধ্য জয়পুর, জয়পুর উত্তর বেড় বাঁধ এলাকায় কয়েক হাজার বণ্যা দূর্গত মানুষজনকে রান্না করা খাবার বিতরণ করেন উদয়নারায়ণপুর ব্লক ও বিধানসভার পেঁড়ো বনানী প্রান্তর তারামন্দির এর প্রধান পৃষ্ঠপোষক পূর্ণেন্দু চৌধুরী ও তার সহযোগীরা।

advt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5LATEST ADVT OF JOTISH209419418_1140649856410940_4719109323388593608_nimage_editor_output_image-928222044-1628076071134.jpg

%d