আদিবাসী দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

adibasi-durgapurনিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আদিবাসী দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাজরা আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট।

উল্লেখ্য কোড়া, ওঁরাও, ও সাঁওতাল মানুষজনের জননেতা উমেশ কোড়া’র নেতৃত্বে আদিবাসী দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান বিষুদেব নুনিয়া, জেলা প্রেসিডেন্ট কেশব চন্দ্র ব্যানার্জী, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, অন্ডাল ব্লক আইএনটিটিইউসি’র হকার্স ইউনিয়নের প্রেসিডেন্ট তারপ্রসাদ মুখার্জী, ভাইস প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য্য, প্রগতিশীল হকার্স ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

image_editor_output_image-928222044-1628076071134.jpgadvt112-for-advt-sankha-sen149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1advt-3advt-4advt-5LATEST ADVT OF JOTISH209419418_1140649856410940_4719109323388593608_n

%d bloggers like this: