শুভদীপ দে, হুগলি: হুগলি জ্যেলার শেওড়াফুলির রাজমাঠে ২৫ জুলাই, ২০২১ শুরু হওয়া সপ্তাহব্যাপী আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটল গতকাল শ্রীরামপুর স্পোটিং ক্লাব ও ভদ্রেশ্বর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের মধ্যে ফাইনাল খেলার মধ্য দিয়ে। উলেক্ষ্য, আগামী ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে এবং বৈদ্যবটি পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের ব্যবস্থাপনায় শেওড়াফুলির রাজমাঠে সপ্তাহব্যাপী আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
সপ্তাহব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক ডাঃ করবী মান্না, বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অরিন্দম গুঁইন, চাঁপদানী পৌরসভার পৌরপ্রশাসক সুরেশ মিশ্র সহ খেলা হবে স্লোগানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাইনালে শ্রীরামপুর স্পোটিং ক্লাব ৩-১ গোলে ভদ্রেশ্বর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে।
প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, বিধায়ক অরিন্দম গুঁইন, বিধায়ক কাঞ্চন মল্লিক, বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র ও আরও অনেকে।