মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুন হতে হল সন্তানকে

khuniশুভদীপ দে, হুগলি: পরশি যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত মা, ঘটনার কথা জেনে যাওয়ায় সাত বছরে শিশুকে অপহরন করে খুন, অভিযুক্তকে গ্রেফতার করে শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বাঁশবেড়িয়া চুরি মহল্লার বাসিন্দা শবনম বিবি গ্যাঞ্জেস জুটমিলের শ্রমিক। তার স্বামী নেই। সম্প্রতি প্রতিবেশি যুবক সেখ রাজুর সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। রাজুর সঙ্গে তার মাকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলে ছোট্ট রমজান। গত ২৫ তারিখ রমজানকে খেলার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় রাজু। তাকে খুঁজে না পেয়ে বাঁশবেড়িয়া কলবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে শিশুর পরিবার ও প্রতিবেশিরা।মগড়া থানার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করে রাজুর কথা জানতে পারে পুলিশ। রাজু ঘটনার পর থেকে এলাকা ছাড়া ছিল। সে হাওড়া সাঁকারাইলে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। পুলিশের কাছে রমজানকে খুনের কথা কবুল করে রাজু।সে জানায় মায়ের সঙ্গে তার সম্পর্কের কথা লোককে বলে দেবে এটা ভেবেই রমজানকে অপহরন করে সে। তারপর ব্যান্ডেলে চুনুমিঞা গঙ্গার ঘাটের কাছে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গলা টিপে খুন করে ঝোপের মধ্যে ফেলে দেয়। পুলিশ অভিযুক্ত সেখ রাজুকে চুনুমিঞার ঘাটে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম দেবী দয়াল কুন্ডু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত যুবকের সঙ্গে শিশুটির মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই কারনেই খুন করা হয়েছে শিশুটিকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে ধরে।তাকে পুলিশ রিমান্ড নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে আর কি কি আছে, শিশুর মায়ের ভূমিকাই বা কি ছিল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।

209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5

%d bloggers like this: