কি করলে বিবাহে বাধা কাটাবেন জানালেন জ্যোতিষরত্ন বিশ্বেশ্বর ব্যানার্জী: ঔঁ কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্নো অনঙ্গ প্রচোদয়াৎ এই মন্ত্র ১০৮ বার বা ২১বার বা ১১ বার পাঠ করলে বিবাহে বাধা দূর হয় এবং এই মন্ত্রটি যদি ব্রহ্ম মুহুর্তে পাঠ করা যায় আরও সুফল লাভ করা যায়।