নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল হাওড়ার বালীর ৫৪ ও ৫৭ নং ওয়ার্ড, বালীর জয়ন্ত কাঞ্জিলাল ভবনে। তৃণমূল নেতা ভাস্করগোপাল চ্যাটার্জির নেতৃত্বে এই অনুষ্ঠানে ১৯৯৩ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে, ও স্মৃতিচারণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন হাওড়া জেলা(সদর) তৃণমূল কংগ্রেসের ক্রীড়া শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত দত্ত সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।