নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি দক্ষিণ হাওড়া যুব তৃণমূলের উদ্যোগে করণ আবহে সকল রকম নিয়ম মেনে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। শিবিরে প্রায় ৬০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে রক্তদাতাদের উত্সাহিত করতে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ মাননীয় প্রসূন ব্যানার্জি, হাওড়া জেলা তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি গোবিন্দ সাহা, বালী তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিত চক্রবর্তী, হাওড়া জেলা(সদর)তৃণমূল কংগ্রেস(ক্রীড়া)-এর সাধারণ সম্পাদক সুদীপ্ত দত্ত ও জেলার অন্যান্য নেতৃত্বরা।