জীবনে অর্থনৈতিক উন্নতি চান, তাহলে কী করতে হবে জানুন

জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী-জ্যোতিষরত্ন, ডিপ্লোমা ইন কৃষ্ণমূর্তি পদ্ধতি

pradipঅর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি পেতে কি করবেন যারা অর্থনৈতিক দিক থেকে দূর্বল বা যাদের হাতে অর্থ থাকে না বেরিয়ে যায় তারা কী করবেন তারা প্রতি শুক্রবার ২১ টা ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালাবেন এবং এইটা টানা ৪৫ দিন করতে হবে এবং প্রতি শুক্রবার কোন অবিবাহিত নারীকে পায়েস খাওয়াবেন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ওঁ শ্রীং ওঁ হ্রীং শ্রীং হ্রীং ক্লীং শ্রীং ক্লীং বিত্তেশরায় নমঃ কুবেরের বিজমন্ত্র ১১ বার /২১/১০৮ বার প্রত্যহ পাঠ করলে আর্থিক দিক মজবুত হয়।এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।এবং প্রতি বৃহস্পতিবার মা তারাকে হলুদ জবা ফুলের মালা, হলুদ জবা ফুল,হলুদ মিষ্টি সহযোগে পুজো দিলেও আর্থিক কষ্ট থেকে মুক্তি মেলে।

LATEST ADVT OF JOTISH

%d