শুভদীপ দে: পাপের প্রায়শ্চিত্ত করতে ন্যাড়া হয়ে নদীতে স্নান করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো হাজার জন বিজেপি সহ অন্যান্য দলের কর্মী সমর্থকরা। আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরুপা পোদ্দারের হাত ধরে বিজেপি সহ অন্যান্য দল থেকে খানাকুলের নতিবপুর পঞ্চায়েতের বলপাই এলাকার এলাকায় বিজেপির দাপুটে নেতা বিভাস মালিক সহ এক হাজার কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে কংগ্রেসের।
বিজেপিতে যোগ দিয়ে তারা বলেন আমরা বিজেপি দল করে পাপ করেছি তাই ন্যাড়া হয়ে পাপ থেকে মুক্তি পেতে তৃণমূলে যোগদান করলাম।