নিজস্ব সংবাদদাতা: হুগলীর কোন্নগর যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় সুন্দরবন, গঙ্গাসাগর এলাকায় ত্রাণকার্য্য সংগঠিত হলো। এই কেন্দ্রের উদ্দেশ্য ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারদের শুধু ত্রাণসামগ্রী নয়, জীবন জীবিকার স্বার্থে মানুষগুলির সুষ্ঠ উন্নয়ন সাধন। তবে এই কর্মযজ্ঞে কোন্নগর উচচ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিবেশ উন্নয়ন পর্ষদ, সেভিয়ার্স এন্ড ফ্রেন্ড অফ এনভায়রনমেন্টের সাথে অ-সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
বুধবার প্রবল বর্ষণকে মাথায় করে মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রীর সাথে সবজি বীজ, ব্লিচিং, ফলের চারা গাছ, দুধ, খাতা প্রভৃতি নিয়ে কষতলা, বামনখালি,রুদ্রনগর,রাধাকৃষ্ণপুর, কচুবেড়িয়া এলাকায় ১৭ জনের প্রতিনিধি পৌছে যায়। দ্বিতীয়বার এই ত্রাণকার্য্য সম্পন্ন করে সংস্হার সদস্যরা বেশ খুশী।