শুভদীপ দে: চন্দননগর মাননীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের উদ্যোগে ও চন্দননগর পৌরনিগম এবং ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় চন্দননগর বিধানসভা কেন্দ্রের ৮০উর্দ্ধ প্রবীণ নাগরিকদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচীর মাধ্যমে ওনাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভদ্রেশ্বর ২নং ওয়ার্ডের মানকুন্ডু বারোয়ারি তলা দুর্গা মন্দির প্রাঙ্গণে এবং চন্দননগর ১৪নং ওয়ার্ডের দুর্গা চরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়ে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী তে উপস্থিত থেকে প্রবীণ নাগরিকদের উৎসাহিত এবং আনুষঙ্গিক সমস্ত বিষয় তৎতাবধান করেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়। ভদ্রেশ্বরের ভ্যাকসিন প্রদান কেন্দ্রে আসেন কুমরো বাগান, ব্রাহ্মণ পাড়া, মিলন পল্লী, মানকুন্ডু স্টেশন রোড সহ বিস্তীর্ন এলাকা প্রবীণ নাগরিকরা এবং চন্দননগরে ভ্যাকসিন প্রদান কেন্দ্রে আসেন শুকশনাতন তলা, ভাকুন্ডা, বাগবাজার সব বিস্তীর্ন এলাকার প্রবীণ নাগরিকরা।