আপনার সন্তানের কি পড়াশোনায় নানা বাধা আসছে? কি উপায়ে সেই বাধা কাটাবেন

জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী-জ্যোতিষরত্ন, ডিপ্লোমা ইন কৃষ্ণমূর্তি পদ্ধতি   

sadferweraaযারা শিক্ষার্থী তাদের যদি শিক্ষায় বাধা আসে কী টোটকা করলে ভাল ফল পাওয়া যাবে এবং কি মন্ত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যাবে এবং শিক্ষার্থীরা কি  মন্ত্র পাঠ করলে বিদ্যায় বাধা দূর হবে। মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই মা সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করবেন ঔঁ সরস্বত্যই নমঃ এই বীজ ১০৮ বার নাহলে ২১ বার পাঠ করবেন প্রত্যহ। এবং যেসকল শিক্ষার্থীদের স্মৃতিশক্তি কম বা মনে রাখতে পারেন না তারা একটা পান চিবিয়ে পড়তে বসবেন এবং ফিটকিরি দিয়ে মুখ কুলুকুচি করবেন রোজ। মনে রাখবেন যেখানে পড়বেন সেই ঘরের বিছানার চাদরটা সবসময় সবুজ রঙের রাখার চেষ্টা করবেন এবং যে ঘরে পড়বেন সেই ঘরে সবসময় একটা কর্পূর রেখে দেবেন একটি পাত্রে। কর্পূরটি শেষ হয়ে গেলে আবার কর্পূর রাখবেন। আর সবসময় পূর্ব বা উত্তর মুখে বসে পড়বেন কখনই পশ্চিম বা দক্ষিণ মুখে বসে পরবেন না। এই কাজগুলি করলে শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য আসতে বাধ্য।

new gif advt

জ্যোতিষ সংক্রান্ত যে কোন লেখার বিষয়ে আমাদের সংবাদ মাধ্যম কোনরূপ দায়ী নয় 
error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading