নিজস্ব সংবাদদাতা: হুগলির সুপ্রাচীন শ্রীরামপুর মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের আয়োজনে আজ ৬ জুন মাহেশের জগন্নাথ প্রভুর শুভ রথযাত্রা উত্সবের শুভ সূচনা করা হল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও বরত্তমান ক্ষেত মজুর শাখার সভাপতি পূর্ণেন্দু বসু, উত্তরপাড়া বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক, চাঁপদানী বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য সুবীর মুখার্জী, সাধিকা খনা মা, শ্রীরামপুর মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ও মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তাঁদের এই রক্তদান শিবিরের বিষয়ে মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি ও মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী বলেন তাঁরা মানব সেবাকেই মূল মন্ত্র ধরে নানা সামাজিক কাজে সারা বছর লিপ্ত থাকেন, এই বছর এই কঠিন পরিস্থিতিতে মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্ত সংকটে কিছুটা সহায়তার জন্য। তাঁদের মন্দিরের ডেভেলপমেন্ট কাজের বিষয়ে তিনি বলেন, খুব তাড়াতাড়িই এই কাজ শেষ হবে।