আগামীতে ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উঠে আসবে অভিষেক – কল্যাণ বন্দ্যোপাধ্যায়

kalyan-banerjee

নিজস্ব সংবাদদাতা:  গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আজ হুগলীর শ্রীরামপুরে এক অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদ বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক খুবই ভালো কাজ করছে, এবং কাজ করেছেও। একটু অতীত দেখলে আমরা দেখবো অভিষেক অত্যন্ত ভাল কাজ করেছে এবং নিজে যথেষ্ট ম্যাচিউরড হয়েছে।’ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ওর মাথা খুব ঠান্ডা, আর ও সবাইকে খুব সম্মান দিয়ে কথা বলছে,  তিনি একশো শতাংশ নিশ্চিত, অভিষেক যদি এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আগামীদিনে অভিষেক পশ্চিমবাংলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উঠে আসবেই, শুধুমাত্র এই বঙ্গেরই নয়, ও ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হবেই। আমরা হয়ত তখন থাকবো না।’

149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt112-for-advt-sankha-senoutput_XelYeXadvt-1advt-3advt-4advt-5

%d bloggers like this: