শুভদীপ দে: ভারত সেবাশ্রম সংঘ ও হুগলি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শ্রীরামপুরে দুঃস্থ ও আর্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শ্রীরামপুর শহর সহ এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ এই খাদ্য সামগ্রী গ্রহণ করলেন। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ও অভিনেত্রী লোপামুদ্রা সিনহা ও হুগলি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রসঙ্গতঃ উল্লেখ্য হুগলি প্রেস ক্লাব এই দীর্ঘ লকডাউন ও করোনা কালে সময় থেকে আজ পর্যন্ত সমস্ত সরকারি বিধি নিষেধ নিয়ম মেনে নানান সমাজসেবামূলক কাজ করে আসছে প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলেন এই কাজে তারা আসতে পেরে খুব খুশি হয়েছেন এছাড়াও অভিনেত্রী লোপামুদ্রা জানিয়েছেন সংবাদমাধ্যম দেশের একটি চতুর্থ স্তম্ভ এই সংবাদমাধ্যম। করোনার সময় থেকে আজ পর্যন্ত সকল সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীরা যেভাবে নিরলস পরিশ্রম করে সমস্ত খবর জনসমক্ষে তুলে ধরছে তারও প্রশংসা করেন তিনি।