নিজস্ব সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবসে এক লক্ষ গাছ লাগানোর অঙ্গীকারে শপথ নিতে চলেছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর সদস্যবৃন্দরা। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশ এবং আমাদের এই রাজ্যও আজ আক্রান্ত কঠিন মারণ রোগে। এর মধ্যে আমাদের রাজ্যের ওপর দিয়ে তাঁর ধ্বংসলীলা চালিয়ে চলে গেছে ইয়াস নামক সাইক্লোন। যার ফলে কিছুটা হলেও নষ্ট হয়েছে প্রচুর গাছ। প্রকৃতির বিরুপতার হাত থেকে আমাদের রক্ষা করতে কিছুটা বাধ্য হয়েই প্রশাসনকে কাটতে হয়েছিল বেশ কিছু গাছ। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর ধরে যাঁরা মানব সেবায় নিয়োজিত করে রাখে নিজেদের। সেই সংস্থার সকল সদস্যরা শপথ নিয়েছেন আগামী ৫ জুন অর্থাত্ আগামীকাল থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা এক লক্ষ গাছ বসাবেন, যা এককথায় সাধুবাদের যোগ্য। আগামীকাল হুগলির ডানকুনিতে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ উত্সব করে এই কর্মকাণ্ডের শুভ সূচনা করতে চলেছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। এছাড়াও এই সংস্থার পক্ষ থেকে সংস্থার সকল সদস্যদের কাছে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি করে গাছের ছাড়া রোপণ করতে অনুরোধ করা হয়েছে।