নিজস্ব সংবাদদাতা: পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে এবং সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ ক্রমে আজ ১ জুন ২০২১ থেকে কলকাতা সহ সারা রাজ্যের বই এর সকল দোকান বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খুলে রাখা যাবে। করোনা আবহে বর্তমানে রাজ্যে চলতে থাকা লকডাউনের সময় প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত সকলের সুবিধার্থে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, কোভিড ১৯ সংক্রান্ত সকল কড়া বিধিনিয়মের মধ্যে সকল নিয়ম মেনে যদি কিছুক্ষণের বইয়ের দোকান খোলার অনুমতি প্রদান করা হয়, তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ এই কঠিন সময়ে কিছুটা হলেও উপকৃত হয়। তাঁদের আবেদনে সাড়া দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।