জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী: চন্দ্রগ্রহন লাগছে দিবা ৩:২৪ এবং ছাড়বে সন্ধ্যা ৬:২৩ গ্রহনের সময় কি করলে ভাল ফল পাবেন। একটি সাদা কাপড়ে আতপ চাল, গোটা কর্পূর, একটা রুপোর জিনিস, পাঁচটি কড়ি বা কড়ি না পাওয়া গেলে পাঁচটি রুপোর কয়েন এবং একটি ঘিয়ের প্রদীপ দান করবেন কোন পুকুর বা জলাশয়ে এবং দান করার সময় বলবেন নমঃ ক্লিং সোমায় বা ওঁ ক্লিং সোমায় ২৮ বার বা ১০৮ বার পাঠ করবেন যদি প্রাকৃতিক দুর্যোগের জন্য পুকুর বা জলাশয়ে না যেতে পারেন তাহলে বাড়িতে একটি গামলায় এইগুলো দান করবেন এবং চন্দ্রের নামে অর্থাৎ চন্দ্রের বীজ মন্ত্র ওঁ ক্লিং সোমায় ২৮ বার বা ১০৮ বার পাঠ করবেন একটু গঙ্গা জল দান করবেন ২৮ বার বা ১০৮ বার।