নিজস্ব সংবাদদাতা: এই মূহুর্তে আমাদের রাজ্যের বর্তমান রাজ্য সরকার দ্বারা রাজ্যের সকল ব্যাংক কর্মচারীদের করোনা যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং ব্যাংক কর্মচারীদের করোনা যোদ্ধা হিসাবে টিকাকরণের অগ্রাধিকার রাজ্য সরকার দিলেও এই রাজ্যে লকডাউনে চলা বিশেষ ট্রেনে ব্যাংক কর্মচারীদের যাতায়াতের অধিকার নেই। আর এই বিষয়টিই এই মূহুর্তে রাজ্যের সকল ব্যাংক কর্মীচারীদের অসন্তোষের কারণ বলে জানালেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এর সচিব সঞ্জয় দাস। সঞ্জয় দাস বলেন, “পরিবহন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ কিন্তু ব্যাংক কর্মচারীদের কোনো বন্ধ নেই। তার ওপর ইয়াসের ভ্রুকুটি। দূরদূরান্ত থেকে ব্যাংক কর্মচারীরা জনগণের সেবা দিতে আসছেন। কেউ কি চিন্তা করেছেন তারা কি করে আসছে। বার বার বিভিন্ন কতৃপক্ষকে বলা সত্ত্বেও কেউ কর্ণপাত করেন নি। বরঞ্চ অপারগ হয়ে ট্রেনে উঠলেই জনগণের সেবা করতে আসা করোনা যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, ফাইন করা হচ্ছে। আবার এখন রেলের পক্ষ থেকে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। যার ফলে অনেকেই হয়তো চাকরি বাঁচাতে দীর্ঘ পথ হেঁটে এসে কাজে যোগ দিচ্ছেন। এছাড়াও মাঝে মাঝে কিছু কিছু বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ব্যাংক বেসরকারিকরণের ভুয়ো খবর ছড়িয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে যার ফলস্বরূপ ব্যাংক কর্মচারীদের মনে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে।” সঞ্জয় দাস বলেন, “এইসকল কারণে আগামী দিনে এর বহিঃপ্রকাশ ঘটলে ব্যাংক কর্মচারীদের দায়ী করাটা ভুল হবে।”