নিজস্ব সংবাদদাতা: সময়টা বৈশাখ মাস, আর বৈশাখ মানেই কবিগুরু রবীন্দ্রনাথ, আমাদের মননে, স্মরণে সদাই যিনি বিরাজ করছেন; সকল কালের সকল যুগের, আমাদের কাছের রবিঠাকুর। দুটো দিন অঘেই আমরা পালন করেছি ওনার ১৬০তম জন্মবার্ষিকী। যদিও বর্তমান করোনা পরিস্থিতিতে যখন সকলে মিলে একত্রে আমরা কবিগুরুকে স্মরণ করতে অপারগ, কিন্তু আমাদের মন কি মানে, সকল অর্গল ভেদ করে আমরা এগিয়ে আসি কবিগুরুকে স্মরণ করে গঙ্গাজলে গঙ্গাপুজো সারতে। আর গত বছরের মতই এই বছরেও যেহেতু আমাদের দোরগোড়ায় নিশ্বাস ফেলছে করোনা নামক মহামারি, তাইতো আমরা নিজের কিছুটা হলেও ২৫ বৈশাখের পুণ্য লগ্নে কবিকে একটু অন্যভাবে স্মরণ করে প্রণাম জানাতে।
আর এমনই একটু অন্যভাবে আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে কবিগুরুর গানে ও কথায় কবিগুরুকে শ্রদ্ধা জানালো সম্পুর্ন অন্তর্জাল মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সায়ন্তনী গুপ্ত’র সঙ্গীত প্রতিষ্ঠান ‘রবির কিরণ’ পালন করল ‘প্রণমি তোমারে নাথ’ শীর্ষক তাদের পঞ্চম বার্ষিক অনুষ্ঠান। একক ও সমবেত সংগীতের মিশ্রণে এক অনন্য সুন্দর সন্ধ্যা উপহার দিলেন সায়ন্তনী গুপ্ত এবং তাঁর সঙ্গীত প্রতিষ্ঠান রবির কিরণ।