নিজস্ব সংবাদদাতা: আজ থেকে রাজ্যে বন্ধ সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই নবান্নে আক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের প্রবল করোনার আক্রমনকে রোধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে রাজ্যের সকল লোকাল ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেবন। সূত্রের খবর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া অবধি এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য রাজ্যে যে আংশিক লকডাউনের অর্শে দেওয়া হয়েছিল তার ও কিছু পরিবর্তন করেন। আজ থেকে রাজ্যের সকল দোকান (মুদিখানা, ওষুধ ইত্যাদি কিছু দোকান বাদে) সকাল ৭ টা থেকে সকল ১০ টা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা অবধি খুলে রাখা যাবে বলে তিনি ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন রাজ্যের গণ পরিবহন ব্যবস্থাতেও সামান্য কিছু রদবদল করা হচ্ছে করোনা মোকাবিলায়। আজ থেকে রাজ্যের গণপরিবহন ৫০ শতাংশ হারে চলাচল করবে।