জানাচ্ছেন জ্যোতিষরত্ন বিশ্বেশ্বর ব্যানার্জী
করোনা সংক্রমণ এর হাত থেকে বাঁচতে জ্যোতিষীয় টোটকা:একটা সাদা কাপড়ে একটা লবঙ্গ,একটু জোয়ান,একটা কর্পূর ঢুকিয়ে সেটাকে মুড়ে মাথার বালিশের তলায় রেখে দিন যেখানে আপনি ঘুমোন। এটা শুধু আপনাকে করোনার হাত থেকে বাঁচাবে শুধু তাই নয়, এটা অ্যানটিইনফেলমেটারি, অ্যানটিভাইরালও বটে এবং প্রতি সন্ধ্যায় বাড়িতে নারকেল ছোবড়ায়, নিষীনধা পাতা ধূনো, কর্পূর, গুগগুল জ্বালান এতে ভাইরাসও মরবে, রোগজ্বালাও কমবে। পরীক্ষীত সত্য, করে দেখুন, না হলে বলবেন।