নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার বিজেপির ট্রেড ইউনিয়ন নেতার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে

durgapurঅভিজিত্‍ দাস, পশ্চিম বর্ধমান: সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নকে দুর্গাপুরে মান্যতা দেওয়ার পরেই এই কেন্দ্রের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি দুলাল ধীবর যিনি নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। বিজেপির শ্রমিক সংগঠনের এই নেতা তাঁর মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে বলেন, তিনি কোনপ্রকার চাপের কাছে নতিস্বীকার না করেই শুধুমাত্র এই কেন্দ্রের তাঁদের দলীয় প্রার্থী বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই দুর্গাপুরের আমড়াই-এর ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কার্যালয় উদ্বোধন এবং এই শ্রমিক সংগঠনকে স্বীকৃতি ও মান্যতা দেওয়ার পর তিনি তার নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করে নেন।

এদিন দুর্গাপুরের আমরাইতে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষা ঘোষ, শ্যামল দাস, আশা দাস, দিলীপ দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1149560606_1955498754590550_7537541499495602122_oadvt-3gnc-advt-6x4-for-webUntitled-2gif advtadvt-4advt-5

%d bloggers like this: