স্বরূপম চক্রবর্তী: এই সময়ে চলা রক্তের অকাল সংকটকে কাটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে বিশেষ করে সেই সকল গুলির মানুষগুলির, সেই সকল শিশুদের, যাঁরা মারণ রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাঁদের কষ্টের কথা ভেবে মাত্র কয়েক ঘন্টার প্রচেষ্টায় এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত করে নজির সৃষ্টি করল হুগলি জেলার চণ্ডীতলার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্নিকল্প”। বিশেষ এমন এক সময় যখন সারা রাজ্য সরগরম রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে, যখন সাধারণ মানুষদের দুঃখ-দুর্দশা ঘোচাতে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছেন লাল-নীল-সবুজ-গেরুয়া জার্সি পরা জনসেবকের দল, নিজেদের আগামী ৫টা বছরকে সুরক্ষিত করতে, সেই সময়ে এই সকল সাধারণ রোগীদের কথা কিন্তু কেউই ভাবছে না। তারই মধ্যে অগ্নিকলপের মত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি যখন সকল কিছু ভুলে সমাজসেবর ব্রতে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওই সকল দুঃস্থ থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে এই ভাবে এগিয়ে এসে রক্তদান করে যে বার্তা আমদের সমাজকে তুলে ধরলেন তার থেকে আমদের সকলের শিক্ষা নেওয়ার আশু প্রয়োজন।
অগ্নিকল্পের এদিনের রক্তদান শিবিরে মাত্র ২ ঘন্টায ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করে সমাজের সেই সকল। মানুষগুলিকে চোখে আঙুল দিয়ে বুজিয়ে দিলেন মুখে শুধু সমাজ সেবার কথা বললেই হয় না, তা কাজেও করে দেখাতে হয়। গতকাল অনুষ্ঠিত হওয়া তাঁদের এই রক্তদান শিবির সম্পর্কে অগ্নিকলপের অন্যতম প্রাণপুরুষ কৌশিক শীল জানালেন, ‘নির্বাচন চলছে, রক্তদান শিবির এখন বন্ধ বললেই চলে। ব্লাড ব্যাংক গুলোর ভাঁড়ার শুন্য প্রায়। কিন্তু অসুখ তো আর নির্বাচনের অজুহাত মানবে না। ভিড় বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত দের, প্রত্যেকের হিমোগ্লোবিন বেশ নিম্নমুখী, তাই সময় নষ্ট না করে রক্তের সংকট মেটাতে এই সিদ্ধান্ত।’