শুভদীপ দে: বছর গড়িয়ে গেলেও করোনা এখনো ফিকে হয়ে যায় নি, উল্টে দিন যত যাচ্ছে ফের উর্ধমুখি হচ্ছে করোনার গ্রাফ। তবুও রং এর দিন তো বছরে একবার আসে, এরই মধ্যে এই দিনে সব রকম সাবধানতা অবলম্বন করে পালন করলো হুগলির শ্রীরামপুরে স্পন্দন সংস্থা। করোনা সচেতনায় মাক্স পরে, রাস্তায় স্যানিটাইজার ছড়িয়ে নগর পরিক্রমা করলো স্পন্দনের ছাত্র-ছাত্রীরা। রবিঠাকুররে গানের তালে তাল মিলিয়ে ছোটো ছোটো মেয়েদের নৃত উপভোগ করলো নগরবাসীরা। উদ্যোক্তারা জানান এই সময়েই তো বঙ্গের সংস্কৃতি তুলে ধরতে হবে সচেতনতার বার্তার মধ্যে দিয়ে।