ইডি ডাকলে আবার আসবো- মদন মিত্র

madan-mitraসঞ্জয় মুখোপাধ্যায়: ইডি দপ্তর থেকে মদন মিত্র বার হয়ে বললেন ইডি হল একটি অথরাইজ এজেন্সি আর আমরা যারা ভারতবর্ষের সংবিধান মানি, অথরাইজ এজেন্সি ডাকলে আমরা আসি। যখন ডাকবে তখন আসবো, যা ইনফরমেশন চাইবে তাই দেব, রাজনীতি থেকে শুরু করে অনেক কিছুই জানতে চেয়েছিলেন  ওরা, তবে আমি বলতে পারি যে কোনো চাপ নেই। আমার কাছ থেকে ওনারা যা চেয়েছিলেন যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা চেয়েছে আমি দিয়ে দিয়েছি। আমায় যখন ডাকবে-যখন বলবে আমি আসবো সহযোগিতা করবো। তবে এই সময় তিন-চার ঘণ্টা খুব কস্টলি, এখন থেকে আমার দুটো ওয়ার্ড ঘোরা হয়ে যেত, এটা আমি ওনাদের অনুরোধ করেছি, সেটা ওনারা ফিল করেছে। সত্যিই তো স্কর্চিং হিট তারপরেও এ নিয়ে কোন অসুবিধা নেই-চাপ নেই।

%d bloggers like this: