করিমপুরে মাতৃভাষা দিবস পালন

karimpur-2আশীষ প্রামানিক, করিমপুর:  নদীয়া জেলা অন্তর্গত করিমপুর অঞ্চল কে সাংস্কৃতিক অগ্রগতির পথে নিয়ে যেতে ২১শে ফেব্রুয়ারি ২০২১ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘আমার তোমার সবার একুশ, একুশে ফেব্রুয়ারী’, শীতলপাটি শিল্প ও সাহিত্য পরিষদের উদ্যোগে এবং কাজলাদিদি সাহিত্য পত্রিকার আয়োজনে করিমপুর পুরনো বাসস্ট্যান্ডে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি পিন্টু সরকার,  কল্যান চট্টোপাধ্যয়, মণিকুমার সরকার, দূর্বাদল দত্ত এবং শীতলপাটির সকল সদস্য-সদস্যা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। karimpurকাজলাদিদি সাহিত্য সাহিত্য পত্রিকা সম্পাদকমন্ডলী একটি সাংস্কৃতিক প্রতিযোগিতারও অনুষ্ঠানের আয়োজন করেছিল এই উপলক্ষে, এছাড়াও করিমপুর মৃদঙ্গম আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে পথসভা ও নাটকের মাধ্যমে দিনটি উদযাপন করে। দর্পণ পত্রিকা অমর একুশের স্মৃতিচারণে মাল্য দান করে এবং পরবর্তী ভাষা দিবসের অনুষ্ঠান করে।

%d bloggers like this: