কোন ভদ্র, সুশিক্ষিত ও চিন্তাশীল লোক বিজেপি পার্টি করতে পারে না-ফিরহাদ হাকিম

firhadসঞ্জয় মুখোপাধ্যায়: কোকেনসহ বিজেপি যুব মোর্চার নেত্রী গ্রেপ্তার হওয়ার পর, বিজেপির আরেক নেতা সুনীল সিং এর বিরুদ্ধে কোকেন সাপ্লাই ও চক্রান্ত করার অভিযোগ করেছেন গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী। পুলিশের কাছে সুনীল সিং কেও জেরা করার আবেদন জানিয়েছেন ওই যুব নেত্রী। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন ,একজন অভিযুক্ত যখন আর একজন অভিযুক্তের নাম যখন বলছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করাই উচিত। তিনি আরও বলেন কোন ভদ্র, সুশিক্ষিত ও চিন্তাশীল লোক বিজেপি পার্টি করতে পারে না। বিজেপি দলে গুন্ডা মাস্তান কোকেন সাপ্লায়াররা সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়াও এদিন ফিরহাদ হাকিম বিজেপির সম্প্রতিক ধর্মান্ধতা সম্পর্কে কটাক্ষ করে বলেন বিজেপি শুধুমাত্র সঙ্কীর্ণ রাজনৈতিক মানসিকতার পরিচয় দিয়ে চলেছে সারা দেশে, যার প্রমাণ যোগিদের মত নেতা-নেত্রীদের তারা ক্ষমতার পদে বসায়। তিনি মনে করিতে দেন সংখ্যাগুরু বা সংখ্যালঘু এর মাধ্যমে ভারতবর্ষের সরকার তৈরি হয় না, এবং ভারতবর্ষের শাসন কার্যও চলে না।

%d bloggers like this: