সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে জয়নগরের রোমান্টিক ক্লাব

3অপূর্ব গুপ্ত: বঙ্গ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং আমাদের আগামী প্রজন্মদের সেই বিষয়ে অর্থাত্‍ আমাদের বঙ্গ সংস্কৃতির প্রকৃত স্বাদ আস্বাদন করাতে ও তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষে, তাঁদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার লক্ষে আজও আমাদের সমাজের বেশ কিছু মানুষ সমষ্টিবদ্ধ ভাবে নিরলস কাজ করে চলেছেন। এবং ক্রমাগত ক্ষয়িষ্ণু আমাদের সংস্কৃতিকে রক্ষা করার ব্রত নিয়ে আমাদের আগামী প্রজন্মকে আমাদের বঙ্গ সংস্কৃতির মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার কঠিন পণ করে সেই সকল মানুষগণ ও তাঁদের তৈরি এমন কিছু সংগঠন আজ সদা জাগ্রত। তাঁরা সদা ব্যস্ত কী করে বঙ্গ সংস্কৃতিকে আমাদের আগামী প্রজন্মদের এই বিষয়ে উদ্বুদ্ধ করা যায়। এমনিই এক সংগঠন হাওড়া জেলার রানীহাটির জয়নগরের রোমান্টিক ক্লাব। নামটা শুনলে অনেকেই হয়ত ভাববেন এটা কতটা ঠিক, আসলে আমরা অনেকেই নাম দিয়ে বা ওপর দেখে সব কিছু বিচার করে থাকি।

সদ্য সমাপ্ত হয়েছে বাগদেবীর আরাধনা। আর জয়নগরের এই সংগঠন এই বছর তাঁদের বাগদেবীর আরাধনার ৪০ বত্‍সর পূর্ণ করল। এর সঙ্গে যে বিষয়টি সবথেকে উল্লেখযোগ্য এই রানীহাটির জয়নগরের রোমান্টিক ক্লাব তাঁদের ৪০ বছরের পুজোর ইতিহাসে ৩৮ বছর ধরে পরিচালনা করে আসছে ঐতিহাসিক সঙ্গীত প্রতিযোগিতা সঙ্গে থাকে নৃত্য ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা।

আজ যখন আমাদের সমাজে আমরা ক্রমশ আমাদের নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে আপন করে নিচ্ছি বিজাতীয় সংস্কৃতির ক্ষতিকর দিকগুলি, ঠিক সেই মহা সন্ধিক্ষনে দাঁড়িয়ে বিগত ৩৮ বছর ধরে আমাদের সমাজে এক সুস্থও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে হাওড়া জেলার রানীহাটির জয়নগরের রোমান্টিক ক্লাব।

ছবি:  অন্তরা গুপ্ত

advt-1advt-3advt-4advt-5gnc-advt-6x4-for-web149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_ogif advt

%d bloggers like this: